গাজা ইস্যুতে মার্কিন অবস্থানে ক্ষুব্ধ আরব নেতারা, অবিলম্বে যুদ্ধবিরতির দাবি
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শনিবার জর্ডানের রাজধানী আম্মানে পাঁচ আরব নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত
শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে পাঁচ আরব নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি যুদ্ধবিরতির কোনও প্রয়োজনীয়তা দেখছেন না।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধবিরতি দেয়া হলে হামাস ৭ অক্টোবরের মতো আবারো ইসরাইলে হামলা চালাবে। ‘
ব্লিঙ্কেন আরও বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পরিবর্তে আরও বেশি মানবিক ত্রাণ সরবরাহ এবং উপত্যকাটি থেকে বিদেশি নাগরিকদের দ্রুত বের করে নিয়ে আসা প্রয়োজন।’
আরও পড়ুন: গাজার আরেক শরণার্থীশিবিরে ইসরাইলি হামলা, নিহত ৫১
ব্লিঙ্কেনের এ কথায় মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘চলমান এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরব রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়াও তারা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
মিটিং শেষে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে। এটা আন্তর্জাতিক আইনের উর্ধ্বে যা হওয়া উচিত নয়।’
ব্লিঙ্কেনের সঙ্গে আরবে নেতাদের বৈঠকের বিষয়ে আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেছেন, আরব নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক বেশ কঠিন হয়েছে। আরব নেতারা মার্কিন অবস্থানের সাথে একমত নন। তারা সবাই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: গাজায় আল-আজহার বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিলো ইসরাইল
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরাইলের যুদ্ধে ইসরাইলকে শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে তারা একাধিক সামরিক সহায়তা পাঠিয়েছে। এমনিকি দেশটির কর্মকর্তারা নিয়মিতই যাচ্ছেন ইসরাইল সফরে। এছাড়াও ইসরাইলের জন্য একটি স্বতন্ত্র ১ হাজার ৪৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে।
Tag: English News lid news others world
No comments: