Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বৈঠক করবেন বাইডেনের সঙ্গে




এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স গত ছয় বছরে এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেছেন শি জিনপিং। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) সকালে বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে শি’র। আর চলতি বছর প্রথম মুখোমুখি হবেন এই দুই বিশ্বনেতা। আরও পড়ুন: ১৫ নভেম্বর মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং এদিকে এপেক সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করাই তার লক্ষ্য। তিনি বলেন, আমরা চীন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছি। এর আগে শুক্রবার ( ১০ নভেম্বর) এক বিবৃতিতে সান ফ্রান্সিসকোতে বাইডেন-জিনপিংয়ের বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্য-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও জিনপিং মার্কিন ও চীনের দ্বিপাক্ষিক, সামরিক সম্পর্ক পুনরায় চালু করাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।’ আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার মুখোমুখি হচ্ছেন বাইডেন ও শি ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের সঙ্গে ছয়বার সাক্ষাৎ করেছেন বাইডেন। বুধবারের সাক্ষাতের মধ্য দিয়ে সপ্তম দফায় মুখোমুখি হবেন তারা। তবে এবার তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হবে তাদের মধ্যে। এর আগে, ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে সবশেষ বৈঠক করেছিলেন জো বাইডেন ও শি জিনপিং।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply