Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » সৌর শিখার এক্সরে ছবি পাঠালো আদিত্য- এল১




সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সৌরযান আদিত্য- এল১। মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরো। আদিত্য-এল১ এর এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার সৌর শিখার বিস্ফোরণের একটি ছবি ধারণ করেছে। ছবি: সংগৃহীত ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইসরো বলেছে, ‘গত ২৯ অক্টোবর পর্যবেক্ষণকালে আদিত্য-এল১ এর এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার সৌর শিখার বিস্ফোরণের একটি ছবি ধারণ করেছে।’ আরও পড়ুন: সূর্যের উদ্দেশে উড়াল দিলো আদিত্য-এল ১ প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য-এল১ এ রয়েছে এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার। এর মাধ্যমেই ধরা পড়েছে সূর্যের শিখার বিস্ফোরণের একটি পর্যায়। সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণে এই সৌর শিখার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে এক্স রশ্মি এবং অতিবেগুনি আলোর আকারে বিচ্ছুরিত হয় এই শিখা। ধারণা করা হয়, সূর্যের বায়ুমণ্ডলে সঞ্চিত চৌম্বকীয় শক্তির মুক্তি ঘটলেই সৌরশিখা উৎপন্ন হয় । গত ২৯ অক্টোবর প্রায় ১০ ঘণ্টার জন্য প্রথমবার পর্যবেক্ষণ চালিয়েছিল আদিত্য-এল১। তখনই ধরা পড়ে এই সৌর শিখার বিস্ফোরণ। আরও পড়ুন: আজ সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য-এল ১ চলতি বছরের ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেয় আদিত্য-এল১। সূ্র্য এবং পৃথিবীর জলবায়ুর উপর এর প্রভাব বুঝতেই এই অভিযান চালাচ্ছে ভারত। আদিত্য-এল১ সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। এর ফলে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন বলে মনে করা হচ্ছে। এই অভিযানে সূর্যের করোনা, ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার সম্পর্কেও অনেক অজানা তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে ইসরো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply