ফিলিস্তিনিদের জর্ডানে পাঠানোর কথা বলে তোপের মুখে গির্ট ওয়াইল্ডার্স
নির্বাচনে জয়ী হয়েই ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন নেদারল্যান্ডসের কট্টর ইসলাম ও মুসলিমবিদ্বেষী নেতা গির্ট ওয়াইল্ডার্স। ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতের মধ্যে খোলাখুলি ইসরাইলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের জর্ডানে স্থানান্তর করার কথা বলেছেন তিনি। মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার এই বর্ণবাদী মন্তব্যের নিন্দা ও সমালোচনা করেছে।
নেদারল্যান্ডসের কট্টর ইসলাম ও মুসলিমবিদ্বেষী নেতা গির্ট ওয়াইল্ডার্স। ছবি: সংগৃহীত
গত বুধবার (২২ নভেম্বর) নেদ্যারল্যান্ডসে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে মুসলিমবিদ্বেষী গির্ট ওয়াইল্ডার্সের দল পার্টি ফর ফ্রিডোম (পিভিভি) সর্বোচ্চ আসন পেয়েছে।
গির্ট ওয়াইল্ডার্স জয়ী হওয়ায় চরম আতঙ্কে ভুগছেন দেশটিতে বসবাসরত মুসলিমরা। এরই মধ্যে মুসলিমদের নেদারল্যান্ডস থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন ওয়াইল্ডার্স। যেমনটা বহু আগে থেকেই তিনি বলে আসছেন।
শুধু নেদারল্যান্ডসের মুসলিমদেরকে নিয়েই নয়, এবার চরম স্পর্শকাতর ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতেও বিরূপ ও বিতর্কিত মন্তব্য করেছেন মুসলিমবিদ্বেষী এই রাজনীতিক। যেখানে ইসরাইলের নির্যাতন, নিপীড়ন ও বিরামহীন হামলায় লাখ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু ও শরণার্থী হয়েছে, সেখানে সেই অসহায় উদ্বাস্তুদেরই জর্ডানে পাঠিয়ে দেয়ার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে নির্বাচন /ইসলামবিদ্বেষীদের জয়, আতঙ্কে মুসলিমরা
এই মন্তব্যের মাধ্যমে ওয়াইল্ডার্স মূলত ইসরাইল সরকারেরই পক্ষ নিয়েছেন। কারণ গত মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলি নেতারা বারবার করে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর করার কথা বলেছেন। বিষয়টা নিয়ে তারা এখনও প্রকাশ্য ও গোপনে আলাপ-আলোচনা করছেন বলে জানা গেছে।
ওয়াইল্ডার্সের এমন মন্তব্য নতুন নয়, রাজনৈতিক জীবনে বরাবরই জায়নবাদী ইসরাইলের পক্ষে ও ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে আসছেন। এমনকি যে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, নেদারল্যান্ডসের দূতাবাস ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার পক্ষেও ওকালতি করেছেন তিনি।
তবে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত এই মন্তব্যের জন্য তোপের মুখে পড়েছেন ওয়াইল্ডার্স। এরই মধ্যে ফিলিস্তিনের পাশাপাশি তার ওই মন্তব্যের কঠোর নিন্দা ও সমালোচনা জানিয়েছে আরব দেশগুলো।
গির্ট ওয়াইল্ডার্সের বক্তব্যকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, ‘ফিলিস্তিন ডাচ আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্সের উসকানিমূলক ও বর্ণবাদী বক্তব্যের কঠোর নিন্দা জানাচ্ছে।'
আরও পড়ুন: নেদারল্যান্ডসে আবারও কোরআন অবমাননা
`তিনি তার বক্তব্যে ফিলিস্তিনি জনগণের অধিকারকেই অস্বীকার করেছেন। বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে তাদের একটি স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকারকে অস্বীকার করেছেন এবং তাদেরকে জর্ডানে পাঠানোর আহ্বান জানিয়েছেন।'
বিবৃতিতে আরও বলা হয়, ওয়াইল্ডার্সের বক্তব্য রীতিমতো ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের ডাক দেয়ার শামিল এবং তাদের নিজস্ব বিষয়ে চরম হস্তক্ষেপের সমান।’ ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির স্বাধীনতার ব্যাপারে অবিচল রয়েছে এবং এরই মধ্যে তা বারবার দেখিয়ে দিয়েছে।’
ওয়াইল্ডার্সের বক্তব্যের নিন্দা জানাতে ডাচ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের নিয়ে ডাচ রাজনীতিকের মন্তব্যের নিন্দা জানিয়েছে জর্ডানও।
শনিবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্ক ব্রুইন্স স্লটকে টেলিফোন করে উগ্রপন্থি আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্সের বক্তব্য ও অবস্থানের নিন্দা জানিয়েছেন। যে বক্তব্যে তিনি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার ও তাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার অস্বীকার করেছেন।’
আরও পড়ুন: কোরআন অবমাননা রুখলেন যিনি, তাকেই ধরল পুলিশ!
ফিলিস্তিন ও জর্ডান ছাড়া ওয়াইল্ডার্সের বক্তব্যের নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন। নিন্দা জানানো হয়েছে ২২ সদস্য বিশিষ্ট আরব লীগের পক্ষ থেকেও।
নেদারল্যান্ডসে অবস্থিত আরব আমিরাতের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ডাচ আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্সের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জর্ডানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। আমিরাত তার এই মন্তব্য প্রত্যাখ্যান করছে।’
Tag: English News lid news world
No comments: