নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজেয় ভারত
জয়ের আনন্দে ভারতের উল্লাস। ছবি : আইসিসি
চলতি বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল ধরা হয়েছিল ভারতকে। পুরো গ্রুপ পর্বজুড়ে সেরাটা খেলেছে তারা। জিতেছে ৯ ম্যাচই। এই পর্বের শেষ ম্যাচে আজ রোববার (১২ নভেম্বর) নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৬০ রানে। ধরে রেখেছে নিজেদের অপরাজেয় যাত্রা।
আগে ব্যাট করে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৪১০ রান করে ভারত। জবাবে ৪৭.৫ সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান তোলে নেদারল্যান্ডস।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওয়েসলি বারেসির উইকেট হারায় ডাচরা। তাকে ফেরান মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’দোদ ও কলিন অ্যাকারম্যান মিলে ৬১ রানের জুটি গড়েন। ম্যাক্সকে ৩০ রানে বোল্ড করেন জাদেজা। অ্যাকারম্যানকে লেগ বিফোর উইকেট করেন কুলদীপ যাদব। ৪৫ রান করে সাইব্র্যান্ড বোল্ড হন সিরাজের বলে।
এরপর বাকিরা খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। তেজা নিদামানুরু এক চার ও চয় ছক্কায় ৩৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন রোহিত শর্মার বলে। শেষ পর্যন্ত ডাচরা থেমে যায় ২৫০ রানে।
আজকের ম্যাচে সম্পূর্ণ নির্ভার হয়ে খেলতে নামে ভারত। বোলিং করতে দেখা যায় রোহিত, বিরাট কোহলি ও শুভমান গিলকে। গিল উইকেট না পেলেও রোহিত-কোহলি ঠিকই তুলে নেন একটি করে উইকেট।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল মিলে ১১.৫ ওভারে ১০০ রান তোলেন। ৩২ বলে ৫১ রান করে ফন মিকেরেনের বলে আউট হন গিল। দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার রোহিত খেলেন ৫৪ বলে ৬১ রানের ইনিংস। তাকে ফেরান বাস ডি লিড। অর্ধশতক তুলে নেন বিরাট কোহলিও। তার ইনিংস থামে ৫৬ বলে ৫১ রানে। ফন ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোহলি।
ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটে ২০০ রানে। এরপর দীর্ঘক্ষণ কোনও উইকেট হারায়নি দলটি। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয় নেদারল্যান্ডস। দুজনের ২০৮ রানের জুটিতে ভারত পায় ৪১০ রানের বিশাল সংগ্রহ। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ১০ চার ও পাঁচ ছক্কার মারে। তাকে সঙ্গ দিয়ে সেঞ্চুরি তুলে নেন রাহুলও। ৬৪ বলে ১১ চার ও চার ছক্কায় ১০২ রান করে ইনিংস শেষের এক বল আগে আউট হন রাহুল। ৬২ বলে শতক পূর্ণ করেন রাহুল। ওয়ানডে বিশ্বকাপে ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরি এটি।
চলতি আসরেই আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে ভারতের পক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রোহিত। আজ সেটি ভেঙে দেন রাহুল।
ডাচদের পক্ষে একটি করে উইকেট পান মিকেরেন, ফন ডার মারউই ও ডি লিড।
ফল : ভারত ১৬০ রানে জয়ী
Tag: English News games
No comments: