Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৩২৬ ইসরায়েলি সেনা নিহত




গাজা উপত্যকা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হোইটজার কামানসহ মোতায়েন ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : এএফপি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে গতকাল মঙ্গলবার ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। এ নিয়ে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৩২৬ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এএফপির। গতকালের লড়াইয়ে আরও দুই সৈন্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ট বলেছেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের এই মৃত্যু ‘খুবই কঠিন’ ও ‘বেদনাদায়ক’ আঘাত। তিনি এর পাশাপাশি গাজা অভিযানে সামরিক বাহিনীর উল্লেখযোগ্য অর্জনের কথাও তুলে ধরেন। সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালান্ট বলেন, ‘দীর্ঘ ও জটিল একটি সামরিক অভিযানের জন্য আমরা প্রস্তুত।’ গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে এক হাজার ৪০০ জনকে হত্যার পর ফিলিস্তিনি ওই সশস্ত্র সংগঠনটিকে ‘নির্মূল’ করার লক্ষ্য নিয়ে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। আর এরপর থেকেই হামাস ও সেনাদের মধ্যে শুরু হয় তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ। এছাড়া ফিলিস্তিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বিমান থেকে বিরামহীন বোমাবর্ষণ ও গোলন্দাজ আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকার হামাস নিয়ন্ত্রিত এলাকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত আট হাজার ৫০০ জন নাগরিক নিহত হয়েছে যাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply