ভারতে টানেল ধসে আটকা ৪০ শ্রমিক
ভারতের উত্তরাখন্ডে টানেল ধসে আটকা পড়েছেন ৪০ শ্রমিক। স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা হয়।
প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির ১৫০ মিটার অংশ ধসে পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে কর্তৃপক্ষ। জারি করা হয় সতর্কতা। উদ্ধারে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা দফতর এবং রাজ্য পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলটি থেকে শ্রমিকদের উদ্ধার করতে প্রায় ২০০ মিটারের এলাকার জঞ্জাল পরিষ্কার করতে হবে। কৃত্রিমভাবে পাইপের মাধ্যমে টানেলের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। খুব শিগগিরই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। উত্তরকাশি এবং যমনোত্রির দুটি হিন্দু মন্দিরকে সংযুক্ত করতে এ টানেল তৈরি করা হচ্ছিল।
Tag: English News lid news world
No comments: