গাজার শিশুদের রক্ষায় সারাবিশ্বের মা-বাবাদের প্রতি মার্কিন অভিনেতার আকুতি
ইসরাইলি বাহিনীর আগ্রাসন থেকে ফিলিস্তিনি শিশুদের রক্ষা করতে সারাবিশ্বের মা-বাবাকে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন অভিনেতা লুকে আলেকজান্ডার ব্রুকস। রোববার (১৯ নভেম্বর) তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টে এই আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
মার্কিন অভিনেতা লুকে আলেকজান্ডার ব্রুকস। ছবি: ভিডিও থেকে
মা
মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই লুকে আলেকজান্ডার ব্রুকসের ছেলে বেশ অসুস্থ ছিলেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। নিজের এই ব্যক্তিগত অভিজ্ঞতার পর তিনি ফিলিস্তিনি মা-বাবার সন্তান হারানোর ব্যাথা অনুভব করেন আর বিশ্বের সব বাবা-মায়ের প্রতি এই আহ্বান জানান।
টিকটক ভিডিওতে ব্রুকস বলেন, কয়েকদিন ধরেই আমার ছেলে অসুস্থ ছিল। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে অবশ্য তাকে বেশকিছু ওষুধ দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই ও সুস্থ হয়ে যাবে।
ব্রুকস বলেন, আমি সারাদিন বাসায় এসে টিকটকে ফিলিস্তিনি বাবা-মায়ের নিজ হাতে সন্তানের মরদেহ নিয়ে আহাজারির ভিডিও দেখেছি। এটা খুবই ভয়ঙ্কর।
আরও পড়ুন: ইসরাইলের হামলা /গাজায় ১৩ হাজার ফিলিস্তিনি নিহত, অর্ধেকের বেশি নারী-শিশু
তিনি আরও বলেন, আমি এখন তাদের ভয়টা অনুভব করতে পারছি। যে ভয় আমি আজ সকালে পেয়েছে তারা বহু বছর ধরে এর মধ্যে বসবাস করছে। কিন্তু আমি আমার সন্তানকে হাসপাতালে নিতে পরছি, তাকে বিশুদ্ধ পানি, ভালো খাবার খেতে দিতে পারছি। এখানে বোমা হামলারও কোনো ভয় নেই।
ব্রুকস আরও বলেন, আমি বিশ্বের সব বাবা-মাকে ফিলিস্তিনি বাবা-মায়ের জায়গায় নিজেকে বসিয়ে দেখতে আহ্বান জানাচ্ছি। আর তাদেরকে গাজার শিশুদের রক্ষায় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: গাজায় নিহতদের ৪০ শতাংশের বেশি শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত সাড়ে ৫ হাজার শিশু এবং সাড়ে ৩ হাজার নারী রয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ।
No comments: