কোরিয়া সীমান্তে ‘নতুন অস্ত্র’ মোতায়েনের হুঙ্কার উত্তর কোরিয়ার
দক্ষিণ কোরিয়া সীমান্তে ‘নতুন অস্ত্র’ মোতায়েন ও সেনা মোতায়েন জোরদার করার হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
দক্ষিণ কোরিয়া সীমান্তে নতুন অস্ত্র ও সেনা মোতায়েন জোরদার করার হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়। ছবি: সংগৃহীত
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ নভেম্বর) সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করে উত্তর কোরিয়া। এর জেরে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সিউল সামরিক চুক্তির অংশবিশেষ স্থগিত করে সিউল। পরদিন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সীমান্তে ‘নতুন অস্ত্র’ ও সেনা মোতায়েন জোরদার করার হুঙ্কার দেয় উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘তাদের সেনাবাহিনী সামরিক চুক্তিতে আবদ্ধ নয়।’ এছাড়াও সামরিক সীমানা রেখা বরাবর এই অঞ্চলে আরও শক্তিশালী সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রতিজ্ঞা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: সামরিক চুক্তি বাতিল /দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে, সীমান্তে সেনা মোতায়েন
এছাড়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রচারিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তির আওতায় যেসব উদ্যোগ স্থগিত রাখা হয়েছে, অবিলম্বে সেসব চালু করা হবে।
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঐতিহাসিক বৈঠক করেন। এ সময় তারা কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আনতে এবং দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে একমত হন। তখন দেশ দুটির মধ্যে ‘কম্প্রিহেনসিভ মিলিটারি অ্যাগ্রিমেন্ট’ নামে একটি চুক্তি স্বাক্ষর হয়।
আরও পড়ুন: স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া, আতঙ্কে প্রতিবেশীরা
কেসিএনএ জানিয়েছে, ‘মালিগিয়ং-১’ নামের স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে। পুরো বিষয়টি প্রেসিডেন্ট কিম জং উনের তত্ত্বাবধানে হয়েছে বলেও জানানো হয়েছে। স্যাটেলাইটটি দেশটির উত্তর-পশ্চিমে চীন সীমান্তের কাছে সোহে কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
Tag: English News world
No comments: