ব্লুমবার্গের প্রতিবেদন ক্রমবর্ধমান সুদহার, বেকারত্বে মন্দায় যুক্তরাজ্য!
সুদের হার বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে ইতোমধ্যেই মন্দায় রয়েছে যুক্তরাজ্য। এছাড়া চলতি বছরের শেষ দিকে দেশটির জিডিপি আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা।
চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের জিডিপি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। ছবি: সংগৃহীত
সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।
আরও পড়ুন: মন্দা পাশ কাটিয়ে যাবে যুক্তরাজ্যের অর্থনীতি!
ব্লুমবার্গ ইকোনমিক্সের বিশ্লেষণ অনুসারে, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের জিডিপির প্রবৃদ্ধি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। আর বছরের শেষ তিন মাসে দেশটির জিডিপি প্রায় ৫২ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হলে কৌশলগত মন্দায় পড়বে দেশটি।
আরও পড়ুন: মন্দা এড়িয়ে গেলেও শঙ্কার বাইরে নয় যুক্তরাজ্যের অর্থনীতি
বিশ্লেষক ড্যান হ্যানসন বলেছেন,
এই পরিস্থিতি স্থবিরতা এবং একটি হালকা সংকোচনের মধ্যে থাকবে। কিন্তু আমরা যতটা ধারণা করেছিলাম, ঝুঁকি তার চেয়ে বেশি বলেই মনে হচ্ছে।
ড্যান হ্যানসন আরও বলেন,
বাজার পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের নাগরিকরা আগামী মাসগুলোতে ব্যয়ের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবেন। এছাড়া শীতকালে যুক্তরাজ্যের প্রকৃত আয় বাড়তে থাকে। কারণ ব্যাংক অব ইংল্যান্ডের সেপ্টেম্বর মাসের মানি ও ক্রেডিট ডেটা থেকে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে এসময় (শীতকালে) ব্রিটিশ নাগরিকদের পারিবারিক সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়।
এছাড়াও গত সপ্তাহে দ্য ব্যাংক অব ইংল্যান্ড ভবিষ্যদ্বাণী করেছিল যে, বছরের শেষ ছয় মাসে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার শঙ্কা অন্তত ৫০ শতাংশ।
আগামী শুক্রবার (১০ নভেম্বর) সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জিডিপির সরকারি তথ্য প্রকাশ করা হবে।
Tag: English News world
No comments: