এটিই হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন ফাইনাল : টম মুডি
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও ইনসেটে টম মুডি। ছবি : এএফপি ও ইসিবি
দেখতে দেখতে শেষের পথে ক্রিকেট বিশ্বকাপ। বাকি মাত্র একটি ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) মুখোমুখি হবে দুই বারের অপরাজিত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। চলতি আসরে ভারত আছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের ৯ ম্যাচ ও সেমিফাইনাল মিলিয়ে জিতেছে ১০ ম্যাচের প্রতিটিতে। সবগুলো ম্যাচেই পেয়েছে দাপুটে জয়। নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফাইনালেও এগিয়ে থাকবে ভারত।
অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশিবার ফাইনালে অংশ নেওয়ার রেকর্ডও তাদের দখলে। চলতি আসরের ফাইনালে পৌঁছেছে দলটি। ফাইনালে এটি তাদের অষ্টম অংশগ্রহণ। এর আগে ১৯৭৫, ’৮৭, ‘৯৬’ ’৯৯, ২০০৩, ’০৭ ও ’১৫ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল অসিরা। ’৭৫ এ ওয়েস্ট ইন্ডিজ ও ’৯৬-তে শ্রীলঙ্কার কাছে হারলেও বাকি সব আসরেই শিরোপা জিতেছে দলটি। তবে, এবারের ফাইনালকে অসিদের সবচেয়ে কঠিন ফাইনাল বলছেন দলটির সাবেক ক্রিকেটার টম মুডি।
অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার পর নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মুডি। সাবেক এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘অস্ট্রেলিয়ার অষ্টম বিশ্বকাপ ফাইনাল। অনবদ্য এক রেকর্ড। তবে, আগামীকালের ফাইনাল হতে চলেছে অসিদের জন্য সবচেয়ে কঠিন ফাইনাল।’
সাবেক ভারতীয় তারকা গৌতম গম্ভীরও মনে করেন, ভারত বেশ আত্মবিশ্বাসী। পক্ষান্তরে, অস্ট্রেলিয়া দলকে দুর্বল বলেছেন তিনি। গতকাল শুক্রবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশ হয় গম্ভীরের এমন বক্তব্য।
বক্তব্যে গম্ভীর বলেন, ‘ফাইনালের আগে ভারতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে তারা প্রস্তুত। এই অস্ট্রেলিয়া দলকে আমার কাছে বেশ দুর্বল মনে হয়েছে। তারা নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে আছে। যদিও, নকআউট পর্বে কীভাবে জিততে হয় তারা সেটি জানে। তাই, অস্ট্রেলিয়াকে একদম ফেলে দেওয়া যাবে না।’
ক্রিকেট বিশ্বকাপ
Tag: English News games world
No comments: