আল শিফা হাসপাতালে ইসরাইলি অভিযানের জন্য বাইডেন দায়ী: হামাস
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ইসরাইলি অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
গাজার আল শিফা হাসপাতালে এখনো ৬৫০ জন রোগী রয়েছেন। এছাড়া পাঁচ থেকে সাত হাজারের মতো বাস্তুচ্যুত মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন। ছবি: সংগৃহীত
বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আল শিফা হাসপাতলে সামরিক অভিযানের জন্য দখলদার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণভাবে দায়ী। আল শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে— ইসরাইলের এমন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই হাসপাতালে অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন।’
এছাড়াও আল শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে- এই তথ্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। খবর আল জাজিরার।
আল শিফা হাসপাতালের ভেতরে হামাসের ঘাঁটি আছে- এমন দাবিতে বুধবার (১৫ নভেম্বর ) থেকে হাসপাতালটিতে সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এদিন এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আল শিফা হাসপাতালে তারা হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এছাড়াও তারা হামাসের সদস্যদের আত্মসমর্পণ করার জন্যও আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: গাজার সবচেয়ে বড় হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা
বিবৃতিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালের নির্দিষ্ট কিছু অংশ লক্ষ্য করে হামলা চালাচ্ছে আইডিএফ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল বুরশ বলেছেন, ‘মেডিকেল কমপ্লেক্সের পশ্চিম দিকে ইসরাইলি সেনারা অভিযান চালাচ্ছে। আমরা যেখানে আছি সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও আমরা ধোঁয়া উড়তে দেখেছি। মনে হয় হাসপাতালের ভেতরেই বড় ধরনের বোমা হামলা হয়েছে।’
আরও পড়ুন: গাজায় ইসরাইলি বর্বরতা /হাসপাতাল প্রাঙ্গণেই কবর দিতে হলো ১৭৯ জনকে
হাসপাতালটির কর্মীদের দেয়া তথ্যানুসারে, সেখানে এখনো ৬৫০ জন রোগী রয়েছেন। আর পাঁচ থেকে সাত হাজারের মতো বাস্তুচ্যুত মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন। এছাড়াও এক হাজারেরও বেশি চিকিৎসাকর্মী ভেতরে আটকা পড়েছেন; তবে তারা জ্বালানি ও ওষুধ সংকটের কারণে রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছেন না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
Tag: English News world
No comments: