ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখছে না বাহরাইন, রাষ্ট্রদূত প্রত্যাহার
গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
বাহরাইনের সংসদের নিম্নকক্ষ বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে। এর মধ্যেই দেশটিতে চলছে ইসরাইল-বিরোধী বিক্ষোভ। ছবি: সংগৃহীত
বাহরাইনের সংসদের নিম্নকক্ষ বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে। এর মধ্যেই দেশটিতে চলছে ইসরাইল-বিরোধী বিক্ষোভ। ছবি: সংগৃহীত
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের সংসদের নিম্নকক্ষ বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
বাহরাইন সরকার জানিয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলি দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: গাজা শহর ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা, রাতভর হামলা
তবে এসব খবর নাকচ করে ইসরাইল দাবি করেছে, বাইরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। ইসরাইলের দাবির বিষয়টি আরেক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, গাজায় অব্যাহত সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ কলম্বিয়া ও চিলি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে আলাদা পোস্টে দেশ দুটির প্রেসিডেন্ট নিজ নিজ দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা (ইসরাইল থেকে) হবে বলে জানান।
আরও পড়ুন: ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো দক্ষিণ আমেরিকার দুই দেশ
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়া।
এদিকে জর্ডানও ইসরাইল থেকে অবিলম্বে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। দেশটি অভিযোগ করে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ তৈরি করেছে।
Tag: English News lid news others world
No comments: