জোড়া উইকেট হারিয়ে হঠাৎ চাপে শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি : এএফপি
দলীয় ৭২ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে শ্রীলঙ্কা। মাঝে সামারাবিক্রমার ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে, ২৫ তম ওভারের প্রথম বলে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান সাকিব। পরের বলেই টাইম আউট হয়ে সাজঘরের পথ ধরেন ম্যাথিউস। দলীয় ১৩৫ রানে পাঁচ উইকেট হারিয়েছে লঙ্কানরা।
সাকিব-তানজিমের বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
শুরুর ধাক্কা কাটিয়ে দারুণ জুটি পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। পাথুম নিশানকা ও ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস মিলে ভোগান বাংলাদেশি বোলারদের। তিন পেসার মিলে যখন এই জুটি ভাঙতে পারছিলেন না তখন ত্রাতা হয়ে এলেন সাকিব। নিজের প্রথম ওভারেই এসে তুলে নেন কুশল মেন্ডিসের উইকেট। ১৯ রানে কুশল মেন্ডিসকে থামান সাকিব।
অধিনায়কের পরের সাফল্য পান একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিব। বোলিংয়ে এসে তিনি তুলে নেন পাথুম নিশানকার উইকেট। ৭২ রানে লঙ্কানদের তিন উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।
লঙ্কানদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশের শুরু
আজ দুদলের জন্যই মর্যাদার লড়াই। পয়েন্ট টেবিলেও অবস্থান তলানিতে। এমন ম্যাচে দিল্লিতে মাঠে নেমে শ্রীলঙ্কাকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিং বেছে নেওয়ার শুরুটা অবশ্য ভালোই হয়েছে বাংলাদেশের। বোলিং ইনিংস ওপেন করা শরিফুল ইসলাম প্রথম ওভারেই তুলে নিয়েছেন কুশল পেরেরার উইকেট। দলীয় ৫ রানে ভাঙে লঙ্কানদের ওপেনিং জুটি, পেরেরা করেন ৪ রান। তবে, শুরুতে ধাক্কা খেলেও পরের উইকেটে জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে শ্রীলঙ্কা।
অবশেষে বাংলাদেশ একাদশে তানজিম সাকিব
বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যে সাত ম্যাচ খেললেও একটি ম্যাচেও মাঠে নামেননি তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন সাকিব। এর মধ্য দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই পেসারের। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ শ্রীলঙ্কার মোকাবিলা করছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বোলিং বেছে নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘মাঠ দেখে মনে হয়েছে সন্ধ্যায় বল করাটা একটু কঠিনই হবে। সে কারণে আগে বোলিং নেওয়া। আশা করছি আজকের ম্যাচে বাংলাদেশ লড়াই করবে এবং ম্যাচটা আমরা জিতব।’
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।
Tag: English News games world
No comments: