মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিতে ভারতকে আহ্বান মুইজুর
মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজু। শনিবার (১৮ নভেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজু। সংগৃহীত ফাইল ছবি
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিজ কার্যালয়ে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সাথে বৈঠকে করেছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজু। বৈঠক শেষে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেও এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।
ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় ৭০ জন সেনা রয়েছেন। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমান রয়েছে। মোহামেদ মুইজুর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই দ্বীপপুঞ্জ থেকে বিদেশি সেনা প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা। শুক্রবার শপথ নেওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারে মুইজুর কঠোর বার্তা!
সেই ভাষণে ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক কর্মী থাকবে না।’
এদিকে এক্স ( সাবেক টুইটার) পোস্টে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু লেখেন, তিনি প্রেসিডেন্ট মোহামেদ মুইজুর কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। একইসঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা ও জনগণের মাঝে সুদৃঢ় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় রাজধানী মালে সিটির রিপাবলিক স্কয়ারে মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন মোহামেদ মুইজু। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান।
আরও পড়ুন: দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাদের তাড়ানোর ঘোষণা মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ মোট ৪৬টি দেশের প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের বিশেষ দূত উপস্থিত ছিলেন।
Tag: English News lid news world
No comments: