‘ইসরায়েলের নিরাপত্তা নয়, ফিলিস্তিনিদের ধ্বংস করাই তেল আবিবের উদ্দেশ্য
’
ইসরায়েলের নিরাপত্তা নয়, ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংস করাই তেল আবিবের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাময়িক নয়, ‘স্থায়ী’ যুদ্ধবিরতি চায় ফিলিস্তিন। মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এমন মন্তব্য করেন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর। খবর আনাদোলু এজেন্সির।
মধ্যপ্রাচ্য বিষয়ক বার্ষিক অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ করেন তিনি। বলেন, ফিলিস্তিনের একটি প্রজন্মও যুদ্ধের কবল থেকে রক্ষা পায়নি। গাজার বেসামরিক নাগরিকের প্রায় ৮০ শতাংশ ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুত’ বলে ধারণা করা হচ্ছে।
রিয়াদ মনসুর বলেন, মানবতার খাতিরেই বেসামরিক হত্যার এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। কোনোকিছুই যুদ্ধাপরাধকে সমর্থন দিতে পারে না। স্মরণকালের ইতিহাসে এতো কম সময়ে কোথাও এত শিশু, বেসামরিককে হত্যা করা হয়নি। এটা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ।
Tag: English News lid news world
No comments: