রাহুলের অভিযোগ ‘অপয়া’ মোদির কারণেই বিশ্বকাপ হেরেছে ভারত
বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত হারে বিধ্বস্ত ক্রিকেটাররা। বিমর্ষ পুরো ভারত। সেই যন্ত্রণা এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যেই উত্তপ্ত রাজনীতির অঙ্গন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজস্থানের জালোর জেলায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজস্থানের জালোর জেলায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
২ মিনিটে পড়ুন
পরাজয়ের জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করছে বিরোধী শিবির। শিব সেনার উদ্ভব শিবির আগেই বলেছিল। কংগ্রেসের ছুটকো-ছাঁটকা নেতারাও বলছিলেন। এরপর খোদ দলপ্রধান রাহুল গান্ধী বললেন, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের কারণ ‘অপয়া’ নরেন্দ্র মোদি। অবশ্যই তার নাম মুখে নেননি তিনি।
বিশ্বকাপের ফাইনাল দেখতে রোববার (১৯ নভেম্বর) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় টিম ইন্ডিয়া।
হারের পর স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এ সময় তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে প্রধানমন্ত্রী মোদিকে। এমনকি হারের গ্লানিতে বিধ্বস্ত রোহিত-বিরাটদের সান্ত্বনা দিতে তাদের ড্রেসিংরুমেও যান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ৯ দিন ধরে টানেলে আটকা ৪১ শ্রমিক, পাঠানো হচ্ছে রান্না করা খাবার
কিন্তু এই পরাজয়ের জন্য টিম ইন্ডিয়া নয়, মোদির প্রতিই তোপ দাগছে বিরোধীরা। এমনকি তাকে ‘অপয়া’ তকমাও দিচ্ছেন তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, রোববার আমদাবাদে ভারতের হারের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ‘পানৌতি’ শব্দটি হ্যাশট্যাগ ট্রেন্ড হয়ে ওঠে। কাউকে অপয়া, অশুভ বুঝাতে শব্দটি ব্যবহার হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শব্দটি উঠে আসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখেও। তিনি বলেন, সেদিন স্টেডিয়ামে ‘অপয়া’ উপস্থিত থাকায় ট্রফিটা হাতছাড়া হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজস্থানের জালোর জেলায় এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদির নাম না করেই কংগ্রেস নেতা বলেন, ‘আমাদের ছেলেরা বিশ্বকাপের সব ম্যাচ জিতেই ফাইনালে এসেছিল। কিন্তু কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট শেষ দিল।’
রাহুলের বক্তব্যের মাঝে সভায় উপস্থিত একদল কংগ্রেস সমর্থক মোদির নাম করে ‘পানৌতি, পানৌতি’ বলে স্লোগান দিতে থাকেন। কথা বলার মাঝে বারবার রাহুলকে কটাক্ষের হাসি হাসতে দেখা যায়। শুধু জনসভাতেই নয়, এক্স-এ পানৌতি লিখে পোস্ট দিয়েছেন তিনি।
আরও পড়ুন: উত্তরাখণ্ড /১০ দিন পর এক ঝলক দেখা গেল টানেলে আটকেপড়া শ্রমিকদের
রাহুলের এমন মন্তব্যে প্রধানমন্ত্রীকে বড় অপমান করা হয়েছে বলে দাবি করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র ও সাংসদ রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ তরে রাহুলের উদ্দেশে বলেন, ‘তোমার মা মোদিজিকে মৌত কা সওদাগর বলার ফল সবাই দেখেছে। এবার তুমি বলে চলেছ।’
রাহুল অবশ্য প্রথম নন। এর আগে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কটাক্ষ করেছেন মোদিকে। প্রধানমন্ত্রীকে বিঁধেছেন শিব সেনার উদ্ভব শিবিরের নেতা সঞ্জয় রাউতও। কংগ্রেস নেতা মাণিকম ঠাকুরও মনে করিয়ে দিয়েছেন, কংগ্রেস জামানায় যেখানে ভারত জোড়া বিশ্বকাপ ও একটি টি-২০ বিশ্বকাপ জিতেছে, সেখানে মোদির ১০ বছরের শাসনকালে একটি আইসিসি ট্রফিও টিম ইন্ডিয়ার ঝুলিতে আসেনি।
Tag: English News Featured world
No comments: