ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: হিজবুল্লাহ প্রধান
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।
হামাস ও ইসরাইলের সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। ফাইল ছবি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।
হামাস ও ইসরাইলের সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। শুরু থেকেই ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
তবে সংঘাতের শুরু থেকেই হামাস নেতাদের বক্তব্য-বিবৃতি দিতে দেখা গেলেও সামনে আসেননি হিজবুল্লাহ প্রধান। অবশেষে শুক্রবার (৩ নভেম্বর) সেই নিরবতা ভেঙে দীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি।
তিনি বলেন, অভিযান ফিলিস্তিনিদের সিদ্ধান্তে হয়েছে। ফিলিস্তিনিরাই সব কিছু করেছে, তারাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অভিযানের বিষয়টি অত্যন্ত গোপনীয় ছিল বলেই তা সফল হয়েছে।
আরও পড়ুন: যে কারণে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেননি হিজবুল্লাহ প্রধান
হাসান নাসরুল্লাহ আরও বলেন, অভিযান ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ এবং অত্যন্ত সফল। এর বাইরে ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ বাকি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
হিজবুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা অভিযানের পর ইসরাইলি বাহিনী নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছে। তারা হামাসের কাছ থেকে ইহুদি উপশহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়োমূলক পদক্ষেপ নিয়েছে, পাগলামি করেছে। তারাই নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে, তাদের অস্ত্রের আঘাতে উপশহরে অনেক ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। এখন ইসরাইলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে বলে জানান তিনি।
বক্তব্যে হামাসের অভিযান, সংঘাতে হিজবুল্লাহর ভূমিকা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে তিনি ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেননি। এছাড়া হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপ বা কৌশল বিষয়েও কিছুই বলেননি তিনি।
আরও পড়ুন: বেপরোয়া ইসরাইল, গাজায় পৃথক হামলায় প্রাণ গেল ২৯ জনের
যদিও অনেকেই ধারণা করেছিলেন, এই ভাষণে তিনি হয়তো সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন তিনি যুদ্ধ ঘোষণা করলেন না? সেই প্রশ্নটি বিশ্লেষকরা নানাভাবে ব্যাখ্যা করছেন।
বিবিসির লেবাননভিত্তিক আন্তর্জাতিক বিষয়াবলির সাংবাদিক ওরলা গুরেন বলছেন, ‘নাসরুল্লাহ ভালো করিই জানেন, এ মুহূর্তে ইসরাইলের সঙ্গে একটি সর্বাত্মক কোনো যুদ্ধ চান না লেবাননের মানুষ। এর কারণ তার দেশ লেবানন বর্তমানে অনেক সমস্যার মধ্যদিয়ে যাচ্ছে। যার মধ্যে প্রধান সমস্যা অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা। এছাড়া লেবাননের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল নেই।’
তার মতে, হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর ভূমধ্যসাগরে ইসরাইলের কাছাকাছি দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টিও ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা না করার অন্যতম কারণ হতে পারে।
Tag: English News lid news others world
No comments: