গাজায় এবার অ্যাম্বুলেন্স বহরে ইসরাইলি হামলা, ১৩ জনের প্রাণহানি
বিমান হামলায় ভবনের পর ভবন ধ্বংসস্তূপে পরিণত করার পর ইসরাইলি হামলার টার্গেট হয় গাজার বিভিন্ন হাসপাতাল। এসব হামলায় সমালোচনার মধ্যেই এবার ইসরাইল গুরুতর আহত রোগী বোঝাই অ্যাম্বুলেন্স বহরে ন্যক্কারজনক হামলা চালিয়েছে।
গাজার আল শিফা হাসপাতালের গেটের সামনে অ্যাম্বুলেন্সে বোমা হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত
শুক্রবার (৩ নভেম্বর) গাজার আল শিফা হাসপাতালের সামনে বিমান হামলা চালানো হয়। এ সময় গুরুতর আহতদের অন্যত্র নেয়ার সময় হামলায় অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, প্রায় ১৫ থেকে ২০ জন গুরুতর আহত রোগীকে রাফাহ ক্রসিং দিয়ে সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল। তবে অ্যম্বুলেন্স বহরে হামলায় প্রাথমিক তথ্যমতে ১৩ জন নিহতের খবর মিলেছে।
এছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল শিফা হাসপাতালের গেটে ইসরাইলের বোমা হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলকে মোকাবিলা / হিজবুল্লাহর সঙ্গে হাত মেলালো ইরানের ইমাম হোসেন ব্রিগেড!
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) মুখপাত্র মোহাম্মদ আবু মুসবাহ বলেছেন, হামলার সময় হাসপাতালের প্রবেশপথ ‘বেসামরিক লোকে পূর্ণ’ ছিল।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে তারা হামলার রিপোর্ট খতিয়ে দেখছে।
আরও পড়ুন: বিশ্লেষণ / যে কারণে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেননি হিজবুল্লাহ প্রধান
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরাইলের দখলদারিত্বের বিপরীতে হামাসের রুখে দাঁড়ানোর মধ্যে ইসরাইল বোমাবর্ষণ শুরু করে। এতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজার ২০০ জনের মতো প্রাণ হারিয়েছেন। তবে বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকার শঙ্কা রয়েছে। এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা ফিলিস্তিনি কর্তৃপক্ষের। আর এখন পর্যন্ত হামলায় সাড়ে ২৩ হাজার ফিলিস্তিনি আহতের তথ্য মিলেছে।
No comments: