Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » হাসপাতালের আইসিইউতে রোগীর ওপর গুলি চালালো ইসরাইলি বাহিনী




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল-কুদস হাসপাতালে আইসিইউতে রোগীদের লক্ষ্য করে ‘ওপেন ফায়ার’ করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে একজন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) এক এক্স পোস্টে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। আল কুদস হাসপাতালে ওপেন ফায়ার চালিয়েছে ইসরাইলি সেনারা। রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতালে ইসরাইলি স্নাইপারদের গুলিতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল-কুদরা টেলিফোনে বিবিসিকে জানান, আল-শিফা, রানতিসি ও আল-নাসর হাসপাতাল এখন ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আরও পড়ুন: গাজার তিন হাসপাতাল ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা এছাড়াও এক প্রতিবেদনে বিবিসি জানায়, গাজার আল-শিফা হাসপাতালকে চারদিক থেকে ঘিরে রয়েছে ইসরাইলি সেনারা। হাসপাতালটি থেকে তারা মাত্র ২৫০ মিটার দূরে অবস্থান করছে বলেও জানায় সংবাদমাধ্যমটি। এছাড়া গাজার আল-কুদস হাসপাতালের ভেতর থেকে এক ব্যক্তি বিবিসিকে বলেন, ‘হাসপাতালের ভেতরে কোনও ট্যাঙ্ক নেই। তবে হাসপাতালটিকে চর্তুর্দিক থেকে ইসরাইলি ট্যাঙ্ক ঘিরে রেখেছে। আমি ঘনঘন বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি।’ আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজায় অর্ধেকের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল-রানতিসি হাসপাতালকে ইতিমধ্যে ঘিরে ফেলেছে ইসরাইলি সেনারা। এর ফলে হাসপাতাল ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply