যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় নারকীয় ধ্বংসলীলা ইসরায়েলের
গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি নারকীয়তা। জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় প্রাণ গেছে একই পরিবারের অর্ধ-শতাধিক সদস্যের। এ তথ্য নিশ্চিত করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বুধবারের (২২ নভেম্বর) মিসাইল হামলায় গুঁড়িয়ে গেছে ক্যাম্পের বেশকিছু ভবন। তাতেই ছিলেন কাদৌরা পরিবারের ৫২ সদস্য। প্রবীণ থেকে শিশুরাও রয়েছে নিহতের তালিকায়।
রাতে বড় ধরনের হামলা চালানো হয় খান ইউনিস এলাকায়। এতে বিধ্বস্ত হয়েছে ৪টি ভবন। আল-আঘা অঞ্চলে ২০টি বাড়িতে বোমাবর্ষণ করা হয়। তাছাড়া বিভিন্ন এলাকার হাসপাতালগুলো মূল টার্গেট ছিল ইসরায়েলের। চলমান ইসরায়েলি আগ্রাসনে সাড়ে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে
Tag: English News lid news others world
No comments: