গাজায় শিশু মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ছবি: আনাদুলু এজেন্সি।
গাজায় শিশু মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। প্রায় এক মাসে ইসরায়েলি হামলায় অন্তত ৯ হাজার ৫শ’ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আল-আকসা হাসপাতালের কর্মকর্তাদের মতে রোববার বিকেলে মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরের একটি স্কুলের কাছে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৩ জন শিশু নিহত হয়। শিবিরটিতে আনুমানিক ৪৬ হাজার লোকের আবাসস্থল।
গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় শরণার্থী শিবির, যা ইসরায়েলি বিমান হামলার স্বীকার হয়েছে। গাজার আল-মাগাজি ও জাবালিয়া শরণার্থী শিবিরের হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রত্যেকটি শরণার্থী শিবিরে নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
Tag: English News lid news world
No comments: