ফিলিপাইন লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা
ফিলিপাইনে সরাসরি সম্প্রচার চলাকালে জুয়ান জুমালোন নামের এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ‘ডিজে জনি ওয়াকার’ নামেও পরিচিত ছিলেন।
ফিলিপাইনে সরাসরি সম্প্রচারকালে জুয়ান জুমালোন নামের এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (৫ নভেম্বর) ভোরে জনির স্টুডিওতে এই ঘটনা ঘটে।
ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্যানুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
সংস্থাটির দাবি, জুয়ান জুমালানকে হত্যার ঘটনাটি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ তাকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বাসাটি মূলত রেডিও স্টেশন হিসেবে ব্যবহার করা হতো।
আরও পড়ুন: গাজায় সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব না: ইসরাইল
বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠান পরিচালনা করছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে ঢুকে গুলি চালায়।
পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যার আগে ঘাতক ব্যক্তি ‘জরুরি একটি বিষয় ঘোষণা করতে চান’ জানিয়ে ওই রেডিও বুথে প্রবেশ করে।
হত্যাকারীকে শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশ।
Tag: English News Featured others world
No comments: