জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন
হুমায়ূন আহমেদ শুধু বাংলা ভাষা-সাহিত্যকে ঋদ্ধই করেননি বরং মানুষকে করেছিলেন বইমুখি। তাঁর জন্ম না হলে সব্যসাচী বিরলপ্রজ প্রতিভা পেত না বাঙালি। শব্দের এই জাদুকর বাঙলা ও বাঙালিকে অকাতরে দিয়েছেন শিল্প-সুষমা। জনপ্রিয় এই কথাশিল্পীর ৭৫তম জন্মদিন আজ।
মৃত্যুর পর পেরিয়ে গেলো ১১ বছর। এখনও তুমুল জনপ্রিয় হুমায়ূন আহমেদ। প্রতিনিয়ত নতুন নতুন পাঠক হচ্ছেন হুমায়ূনমুখি, পড়ছেন তাঁর বই।
হুমায়ূন জন্ম না নিলে কী ক্ষতি হতো! না বলে বরং কি পেত না বাঙলা সাহিত্য তাই-ই মূখ্য। তাঁর সুতিক্ষ্ণ চিন্তা, লেখনির ধরণ ও স্বকীয়তা এই বাংলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে অনেক দেশে।
Tag: English News politics
No comments: