ঝড়ের কবলে পড়ে ডুবে গেল তুর্কি জাহাজ, নিখোঁজ ১১
তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির ১১ জন ক্রু নিখোঁজ হয়েছেন।
ঝড়ের কবলে পড়ে উত্তর-পশ্চিম তুরস্কের জংগুলডাক প্রদেশের এরেগলি উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ফাইল ছবি
রোববার (১৯ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, প্রচন্ড ঝড়ের কবলে পড়ে উত্তর-পশ্চিম তুরস্কের জংগুলডাক প্রদেশের এরেগলি উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে যায়। জাহাজটিতে ১২ জন ক্রু ছিলেন। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা গেলেও, বাকি ১১ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য তুরস্কের উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: লিবিয়া উপকূলে জাহাজডুবিতে ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
এদিকে, এই ঝড়ের কবলে পড়ে তুরস্কে এ পর্যন্ত জাহাজের একজন ক্রুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার কৃষ্ণ সাগর উপকূলে ঝড়টি আঘাত হানে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার সকাল পর্যন্ত অনুসন্ধানের কাজ স্থগিত রাখতে বাধ্য হন উদ্ধারকর্মীরা।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া সাংবাদিকদের জানিয়েছেন, তুরস্কজুড়ে ঝড় ও বন্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্যাটম্যান প্রদেশে চারজন, জংগুল্ডাকে তিনজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকিরে একজনের মৃত্যু হয়েছে।
Tag: English News lid news world
No comments: