Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইহুদিদের ‘খুনি’ ও ‘চোর’ বলায় অ্যাপলের কর্মী বরখাস্ত




সামাজিক মাধ্যমে ‘ইহুদি-বিরোধী কন্টেন্ট’ পোস্ট করায় নিজেদের এক কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সামাজিক মাধ্যমের পোস্টে নাতাশা ড্যাচ নামের ওই অ্যাপলকর্মী ইহুদিদের ‘খুনি’ এবং ‘চোর’ বলে অভিহিত করেছেন। ছবি: সংগৃহীত সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের পোস্টে নাতাশা ড্যাচ নামের ওই অ্যাপলকর্মী নিজেকে ‘গর্বিত জার্মান’ হিসেবে উল্লেখ করে ইহুদিদের ‘খুনি’ এবং ‘চোর’ বলে অভিহিত করেছেন। ইহুদিবিদ্বেষ-বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে নাতাশার ওই পোস্টটি অ্যাপলের নজরে আনে এক্স (সাবেক টুইটার) কর্তৃপক্ষ। এরপরই অ্যাপল তাদের ওই কর্মীর বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নিয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন: ইসরাইলি হামলা /গাজায় এক মাসে প্রাণ গেলো ১০ হাজার মানুষের নাতাশা তার পোস্টে লেখেন, আমার বন্ধু তালিকায় থাকা জায়োনিস্টদের বলছি, আপনারা যারা আমাকে আনফলো করেছেন বা করার পরিকল্পনা করেছেন; তারা কখনও কখনও ভুলে যান যে আমি একজন গর্বিত জার্মান। গাজায় চলমান ইসরাইলি বর্বরতার দিকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, আমি আপনাদের আসল পরিচয় জানি। আপনারা খুনি এবং চোর। নাতাশা আরও লেখেন, আপনারা অন্য দেশে আগ্রাসন চালান, মানুষের জীবন, চাকরি, বাড়িঘর, রাস্তাঘাট কেড়ে নেন, তাদের হেনস্তা ও নির্যাতন করেন। আর মানুষ যখন এর প্রতিক্রিয়া জানায়, তখন আপনারা এটিকে সন্ত্রাসবাদ বলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা করছেন, আপনারা শুধু আগ্রাসন চালাতেই সক্ষম। সন্ত্রাসী আপনারাই এবং ইতিহাস তার সাক্ষ্য দেবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply