জাতিসংঘ কোনো কাজের নয়: মানবাধিকার আইনজীবী
জাতিসংঘ ‘কোনো কাজের নয়’। ‘পুরোই অকার্যকর’ একটা সংস্থা। ইউক্রেন ও গাজায় এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির দাবি বাস্তবায়ন করতে পারেনি তারা। মানবাধিকার আইনজীবী জিওফ্রে রবার্টসন এমনটাই বলেছেন।
গাজায় ইসরাইলের আগ্রাসনের বন্ধে কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারেনি জাতিসংঘ। ছবি: সংগৃহীত
আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এই আইনজীবী বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই। দুইজনই যুদ্ধাপরাধ করছেন। উভয়ই নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা করছেন। এরপরও জাতিসংঘ নির্বিকার।’
মানবাধিকার আইনজীবী রবার্টসন আরও বলেন, ‘এটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই কাজের জন্য উপযুক্ত নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রায় একটা আড্ডাখানায় পরিণত হয়েছে যেখানে শুধু কথাই বলা হয়।’
আরও পড়ুন: গাজায় অবশিষ্ট আছে মাত্র ৫ দিনের খাবার!
তিনি বলেন, ভেটো দেয়ার ক্ষমতা কোনো কাজেই লাগছে না। কারণ ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য প্রতিটি প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। অন্যদিকে গত সপ্তাহে গাজা সংক্রান্ত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত এক মাস ধরে গাজা উপত্যকায় বিরামহীনভাবে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে পুরো গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হতাহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। যার বেশিরভাগই নারী ও শিশু। হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আরও পড়ুন: গাজায় ১৭৫ চিকিৎসাকর্মী হত্যা করেছে ইসরাইল
কিন্তু গাজায় ইসরাইলের আগ্রাসনের বন্ধে কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারেনি জাতিসংঘ। এখন পর্যন্ত শুধু মুখেই হামলার নিন্দা ও ‘মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে আসছে সংস্থাটির কর্মকর্তারা।
Tag: English News others world
No comments: