বাইডেনকে দাতব্য সংস্থার প্রধান আপনি মানব সভ্যতার মুখে কলঙ্ক লেপন করেছেন
গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি খোলা চিঠি লিখেছেন ইন্দোনেশীয় দাতব্য সংস্থার মেডিকেল ইমার্জেন্সি রেসক্যু কমিটির (এমইআর-সি) প্রধান সারবিনি আবদুল মুরাদ।
ইসরাইলের ফিলিস্তিনি নিধনযজ্ঞে শুরু থেকেই আর্থিক ও সামরিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত
১ মিনিটে পড়ুন
চিঠিতে বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে গাজায় চলমান হত্যাযজ্ঞে আপনার দেশ যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়েছে। এর মাধ্যমে আপনি মানব সভ্যতার মুখে কলঙ্ক লেপন করেছেন।’
টানা দেড় মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে চলেছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১৩ হাজার ৩০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।
যার অর্ধেকেরই বেশি নারী ও শিশু। ইসরাইলের এই ফিলিস্তিনি নিধনযজ্ঞে শুরু থেকেই আর্থিক ও সামরিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: গাজার ২৩ লাখ বাসিন্দার ১৭ লাখই এখন শরণার্থী
সোমবার (২০ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে খোলা চিঠি লেখেন মেডিকেল ইমার্জেন্সি রেসক্যু কমিটির (এমইআর-সি) প্রধান সারবিনি আবদুল মুরাদ।
চিঠিতে তিনি বলেন, ‘আপনি যুদ্ধের আন্তর্জাতিক আইন-কানুন ধ্বংস করেছেন। জাতিসংঘের কতৃর্ত্বকে অপমান করেছেন। ন্যায়বিচার ভূলুণ্ঠিত করেছেন ও মানবিক মূল্যবোধের আঘাত করেছেন। মানব সভ্যতার মুখে চুনকালি মেখে দিয়েছেন।’
চিঠিতে গাজায় অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে এমইআর-সি প্রধান বলেন, ‘আমরা ইন্দোনেশিয়া ও বিশ্বের জনগণ জায়নবাদী ইসরাইলের দখলদারি থেকে ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’
আরও পড়ুন: কী কী শর্তে যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরাইল-হামাস
দাতব্য সংস্থা এমইআর-সির অর্থায়নে ইন্দোনেশিয়ান হসপিটাল নামে গাজার একটি হাসপাতাল পরিচালিত হয়। সম্প্রতি আরও কয়েকটি হাসপাতালের পাশাপাশি এই ইন্দোনেশিয়ান হসপিটালেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
Tag: English News lid news world
No comments: