উত্তরাখণ্ড টানেলে আটকা শ্রমিকদের থেকে আর ‘৫ মিটার’ দূরে উদ্ধারকারীরা
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি আটকেপড়া ৪১ জন শ্রমিক। তবে আর মাত্র ‘৫ মিটার’ খুঁড়লেই তাদের উদ্ধার করা যাবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
উত্তরাখণ্ডে টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারে সোমবার (২৭ নভেম্বর) রাত থেকে 'ম্যানুয়াল ড্রিলিং' শুরু করেছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, সোমবার (২৭ নভেম্বর) রাত থেকে টানেলে 'ম্যানুয়াল ড্রিলিং' শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এর আগে 'ভার্টিকাল ড্রিলং' এর মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শুক্রবার (২৪ নভেম্বর) উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্রটি বিকল হয়ে যাওয়ার পর 'ম্যানুয়াল ড্রিলিং' শুরু করা হয়।
এ বিষয়ে মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুমার বলেন, 'গতকাল (সোমবার) রাতে বেশ ভালো গতিতে কাজ এগিয়েছে। আমরা এরইমধ্যে ৫০ মিটার পার করে ফেলেছি। এখন আর মাত্র ৫ থেকে ৬ মিটার খুঁড়তে হবে আমাদের।’ এছাড়া রাতে টানেল খুঁড়তে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: উত্তরাখণ্ড /টানেলে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে নামল সেনাবাহিনী
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার রাতে ১২ জন বিশেষজ্ঞ ও ৬ জন শ্রমিক 'ম্যানুয়াল ড্রিল' শুরু করেন। এখন পর্যন্ত ম্যানুয়াল ড্রিল পদ্ধতিতে ২ মিটার গর্ত করা সম্ভব হয়েছে। এদিকে ভার্টিকাল ড্রিলের মাধ্যমে টানেলের ওপর দিয়ে শ্রমিকদের কাছে পৌঁছাতে ৮৬ মিটার খনন করতে হতো; যার ৪০ শতাংশই খুঁড়ে ফেলেছেন উদ্ধারকর্মীরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, উত্তরাখণ্ডের মুখ্যসচিব এসএস সান্ধু ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমোদ কুমার মিশ্র। এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমোদ কুমার মিশ্র আটকে থাকা শ্রমিকদের আশ্বাস দিয়ে জানান, তাদের শিগগিরই উদ্ধার করা হবে।
আরও পড়ুন: উত্তরাখণ্ড /ফের ব্যাহত টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ
গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে সংযুক্তকারী টানেল নির্মাণকাজ শেষে বের হচ্ছিলেন নাইট শিফটের শ্রমিকরা। এ সময় ডে শিফটের শ্রমিকরা প্রবেশ করতে গেলে হঠাৎ করেই সেটি ধসে পড়ে। এতে সেখানে ৪১ জন শ্রমিক আটকা পড়েন।
Tag: English News lid news others world
No comments: