Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!




বলিউড কাঁপানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর এটি ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ করে। মুক্তির দিন এবং সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। এবার জানা গেছে, ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে! থ্রি ইডিয়টস' এ আমির খানের র‍্যাঞ্চো চরিত্রটি উপমহাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ারের স্পষ্ট এক প্রতিচ্ছবি। ছবি: সংগৃহীত ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। এবার আমিই এই ছবির পরিচালনা করব।’ আরও পড়ুন: হিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’ তবে এর আগে 'থ্রি ইডিয়টস' পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল ব্লকবাস্টার। এর আগে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল নিয়ে অনেক কথা শোনা যায়। কিন্তু কিছুই স্পষ্ট ছিল না। এবার পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়া ইতিবাচক সাড়া দিলেন। 'থ্রি ইডিয়টস'-এর গল্প লিখেছিলেন চেতন ভগত। এবার ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল হলে পরিচালনা, প্রযোজনা দুটোই করতে চান বিধু বিনোদ চোপড়া। তবে এই ছবির কাজ কবে শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকছেন কিনা তা স্পষ্ট নয়। আরও পড়ুন: শুরু হয়ে গেল আমিরকন্যার প্রাক-বিবাহ অনুষ্ঠান! উল্লেখ্য, 'থ্রি ইডিয়টস' এ আমির খানের র‍্যাঞ্চো চরিত্রটি উপমহাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ারের স্পষ্ট এক প্রতিচ্ছবি। ওখানের এক দৃশ্যে র‍্যাঞ্চো বোঝাতে চেয়েছিল- মানুষ প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপর ম্যানেজমেন্টে যায়, এরপর ব্যাংকার হয়ে যায়, এবং এটাই দেশের ইঞ্জিনিয়ারিং পড়ার মূল চক্র। ভারতীয় লেখক চেতন ভগত তার ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ বইয়েও ঠিক একই সুরে কথা বলেছেন। ‘থ্রি ইডিয়ট’ এর গল্প চেতন ভগতের ফাইভ পয়েন্ট সামওয়ান বই থেকেই অনুপ্রাণিত। সূত্র: হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply