গাজা শাসন নিজের অবস্থান থেকে সরে আসলেন নেতানিয়াহু
হামাসের সঙ্গে যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে নিজের আগের অবস্থান থেকে সরে আসলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসের সঙ্গে যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৯ নভেম্বর) মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই।
গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী ‘অত্যন্ত ভালো’ পারফর্ম করছে। তবে ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা করছে না।
এ সময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিকে তিনি আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, আমি মনে করি ইসরাইলি সেনাবাহিনী অসাধারণ ভালো পারফর্ম করছে, যত সময়ই লাগে, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২৪৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন,
আমরা গাজা জয় করতে চাই না, দখল করতে চাইনা এবং শাসনও করতে চাই না। আমরা চাই গাজায় এমন একটি নির্ভরযোগ্য বেসামরিক সরকার আসুক-যারা ইসরাইলের ধ্বংস কামনা করবে না।
এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ইসরাইল অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে। কারণ আমরা দেখেছি সেখানে আমরা নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়।’
আরও পড়ুন: ইসরাইলের প্রতি পক্ষপাত, নিউইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও
সেই বক্তব্য দেয়ার দুদিনের পরই আগের অবস্থান থেকে সরে গেলেন তিনি। বিশ্লেষকদের মতে, মূলত যুক্তরাষ্ট্রের চাপের কারণেই আগের অবস্থান থেকে সরেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
এক মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ হাজারের বেশি নারী ও শিশু।
Tag: English News lid news world
No comments: