খুলে দেয়া হলো গাজা ও মিসরের মধ্যকার সীমান্ত
দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করছে লোকজন। ছবি: আল জাজিরা।
অবশেষে খুলে দেয়া হলো গাজা এবং মিসরের মধ্যকার সীমান্ত। গুরুতর আহত এবং দ্বৈত নাগরিকদের জন্য বুধবার (১ নভেম্বর) খুলে দেয়া হয় রাফা ক্রসিং। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে কাতারের মধ্যস্থতায় ক্রসিং খুলে দেয় মিসর। সীমান্ত খোলার সাথে সাথেই সেখানে ভিড় করেন হাজার হাজার মানুষ। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, মাত্র ৮১ জন আহত ফিলিস্তিনি মিসর প্রবেশের সুযোগ পাবেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় আটকে পড়া নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। তবে কতদিনের জন্য ক্রসিংটি খোলা থাকবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মিসর কর্তৃপক্ষ
Tag: English News lid news world
No comments: