‘প্রিয় বন্ধুর’ আমন্ত্রণে চীনে পা রাখলেন পুতিন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বেইজিংয়ে পা রাখেন তিনি।
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (১৮ অক্টোবর) বেইজিংয়ে ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া চীন আয়োজিত এবং শি জিনপিং প্রবর্তিত ‘রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ’ ফোরামেও অংশ নেবেন পুতিন।
বিশ্বের আরও ১৩০টির বেশি দেশের প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে এই ফোরামে।
আরও পড়ুন: গাজায় ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে গত বছরের মার্চে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গত মাসে তিনি কিরগিজস্তান সফরে যান। এরপর এই প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কোনো দেশের বাইরে সফর করছেন পুতিন।
Tag: English News others world
No comments: