ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে পশ্চিম তীরে বিক্ষোভ
গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়েছে দখলকৃত পশ্চিম তীরে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে রামাল্লায় ইহুদি বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নামে শত শত মানুষ। খবর আল জাজিরার।
এ সময় রামাল্লার বিভিন্ন স্থানে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। ইসরায়েল বিরোধী শ্লোগানে উত্তাল হয় রাজপথ। এ সময় গাজায় হামলা-আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। আরব বিশ্বের ভূমিকা নিয়েও ক্ষোভ জানান তারা।
এর আগে হেবরনেও ইহুদি বাহিনীর বিরুদ্ধে হয় প্রতিবাদ-আন্দোলন। কাসেম ব্রিগেডের পক্ষে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। জবাবে ইট-পাটকেল ছুড়ে ক্ষোভ জানায় ফিলিস্তিনিরা।
এদিকে, পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইহুদি সেনাদের ধরপাকড় আর অভিযানও অব্যাহত রয়েছে। শুক্রবার আগ্রাসনে মৃত্যু হয় হামাসের এক যোদ্ধাসহ ৪ ফিলিস্তিনির। শুক্রবার টানা তৃতীয় সপ্তাহের মতো আল আকসা মসজিদে তরুণ ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেয়নি ইসরায়েল।
Tag: English News lid news others world
No comments: