Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » শিক্ষকের চড়ে ১১ দিন পর শিক্ষার্থীর মৃত্যু




শিক্ষকের চড়ে ১১ দিন পর শিক্ষার্থীর মৃত্যু ফিলিপাইনে শিক্ষকের চড় খেয়ে ১১ দিন পর এক শিক্ষার্থী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির রাজধানী ম্যানিলার পূর্বে অবস্থিত অ্যান্টিপোলো সিটিতে এমন ঘটনা ঘটেছে। গত ২০ সেপ্টেম্বর কিছু সহপাঠী উত্ত্যক্ত করায় ফ্রান্সিস অভিযুক্ত নারী শিক্ষকের কাছে নালিশ দিতে গিয়েছিল। সংগৃহীত ফাইল ছবি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২ অক্টোবর) গ্রেড-৫-এ পড়ুয়া ১৪ বছর বয়সী শিক্ষার্থী ফ্রান্সিস জে গুমিকিব মারা যায়। সে শিক্ষকের চড় খেয়ে স্থানীয় একটি হাসপা

তালে গত কয়েকদিন ধরে কোমায় ছিল। ঘটনাটাটি ঘটেছে পেনাফ্রান্সিয়া এলিমেনটারি স্কুলে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা বিভাগ। ফ্রান্সিসের মা ইলিনা মিনগো জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর কিছু সহপাঠী উত্ত্যক্ত করায় ফ্রান্সিস অভিযুক্ত নারী শিক্ষকের কাছে নালিশ দিতে গিয়েছিল। পরে ওই শিক্ষক ফ্রান্সিসের কলার ধরে ও চুল ধরে টেনে নিয়ে কানে চড় মারেন। আরও পড়ুন: হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু ওই শিশুর বরাত দিয়ে তিনি জানান, তার ছেলে মৃত্যুর আগে জানিয়েছে সে শুধু শিক্ষককে নালিশ জানাতে গিয়েছিল। তার কোনো দোষ ছিল না। ইলিনা মিনগো জানান, ওই ঘটনার পর তিন দিন তার ছেলে স্কুলে যেতে পারলেও এরপরই কান ও মাথা ব্যথা দেখা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে পরীক্ষা করে দেখা গেছে, ওই কিশোরের মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। অ্যান্টিপোলো সিটির পুলিশ প্রধান লেফট্যানেন্ট কর্নেল রায়ান মংডু বলেছেন, তারা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট পেলে ওই শিশুর মৃত্যুর কারণ জানা যাবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply