হামাসের হামলায় ইসরাইলের তারকা ফুটবলার নিহত
ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলন বাহিনী হামাসের হামলায় ইসরাইলের সাবেক ফুটবল তারকা লিয়র আসুলিন নিহত হয়েছেন। গাজা উপত্যকার কাছে জন্মদিনের অনুষ্ঠান পালনের সময় নিহত হন তিনি। খবর ডয়চে ভেলের।
ইসরাইলের সাবেক ফুটবল তারকা লিয়র আসুলিন। ছবি: সংগৃহীত
ফুটবল ক্লাব হাপয়েল তেল আবিবের হয়ে খেলতেন লিয়র। ফুটবল ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর থেকেই নিখোঁজ ছিলেন আসুলিন। দক্ষিণ ইসরাইলের গাজা উপত্যকা সংলগ্ন এলাকায় একটি ড্যান্স পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হামাস তাকে হত্যা করেছে।'
আরও পড়ুন: ‘ইহুদিবাদীদের বিপর্যয় আসছে’, ইসরাইলকে খামেনির হুঁশিয়ারি
দক্ষিণ ইসরাইলের কিবুজ রিম এলাকায় ওই ড্যান্স পার্টিতে ইসরাইলের কয়েকশ নাগরিক যোগ দিয়েছিলেন। পার্টিতে অনেক বিদেশি পর্যটকও ছিলেন। সেখানেই আক্রমণ করে হামাস। এতে অন্তত ২৬০ জন নিহত হয়।
ফুটবল খেলোয়াড় হিসেবে আসুলিন প্রথম আরব দল বনি সাখনিন এফসি’র অংশ হিসেবে ইসরেইলে একটি বড় শিরোপা জিতে ইতিহাস গড়েন ২০০৪ সালে। ইহুদি এই স্ট্রাইকার ফাইনাল ম্যাচে দুই গোল করে ইসরাইল স্টেট কাপ জয়ে বড় ভূমিকা রাখেন।
আরও পড়ুন: ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের বিবৃতি, ‘অবরোধের’ নিন্দা
No comments: