ইরানের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কাছ থেকে জব্দ করা ১০ লাখের বেশি অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ তথ্য জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সংবাদ মাধ্যমের তথ্য বলছে, যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র সংকটে আছে ইউক্রেন। এ অবস্থায় সম্প্রতি আইন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড-আইআরজিসি কাছ থেকে জব্দ করা অস্ত্রের মালিকানা পায় মার্কিন সরকার। ওইসব অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে মার্কিন প্রশাসন।
অস্ত্রের মধ্যে রয়েছে- ৯ হাজারের বেশি রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার, ৭০টির বেশি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ৭ লাখ গোলাবারুদ।
২০২২ সালে একটি জাহাজ থেকে এসব অস্ত্র-গোলাবারুদ জব্দ করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে জব্দ করা এমন বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে।
এসব অস্ত্র কিভাবে বৈধ উপায়ে ইউক্রেনে পাঠানো যায়, দীর্ঘদিন ধরে সে চেষ্টা চালিয়ে আসছিল বাইডেন প্রশাসন।
Tag: English News lid news world
No comments: