প্রধানমন্ত্রী মণিপুরের চেয়ে ইসরাইল নিয়ে বেশি আগ্রহী!: রাহুল গান্ধী
রাহুল গান্ধী এমপি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মণিপুর সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, তিনি ইসরাইল নিয়ে বেশি আগ্রহী। কিন্তু মণিপুরে যা ঘটছে তা নিয়ে আগ্রহ নেই।
মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী আজ (সোমবার) ওই মন্তব্য করেন। আজ আইজলে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রাহুল বলেন, বিজেপি শুধু ঘৃণা ছড়ানোর কাজ করছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, ‘এটা আমার কাছে আশ্চর্যজনক যে ইসরাইলে কি ঘটছে তা নিয়ে প্রধানমন্ত্রী এবং ভারত সরকার খুব আগ্রহী কিন্তু মণিপুরে যা ঘটছে তা নিয়ে মোটেও আগ্রহী নয়!’
প্রসঙ্গত, বিজেপিশাসিত মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে, এর বিরোধিতায় ‘কুকি’ ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় গত ৩ মে থেকে সেখানে সহিংসতা চলছে। এ পর্যন্ত কমপক্ষে ২০০ মানুষ নিহত এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন। প্রাণ বাঁচাতে প্রতিবেশি রাজ্যগুলোতেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ। রাহুল গান্ধী আজ ওই ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন।
উল্লেখ্য যে,ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমপক্ষে দু’বার ইসরাইলের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরাইলের পাশে রয়েছে।
রাহুল গান্ধী আজ বলেন, আমি সত্যিই বুঝতে পারছি না কেন প্রধানমন্ত্রী মণিপুরে আসেননি। এটা দেশের নেতার জন্য লজ্জার বিষয়। মণিপুর সফরের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘জাতীয় গণমাধ্যমে মধ্যপ্রাচ্য নিয়ে একের পর এক অনেক গল্প আছে কিন্তু জাতিগত সংকটের সাথে লড়াইরত মণিপুরের জন্য কিছুই নেই। মণিপুরে যা ঘটেছে তা ভারতের অন্যান্য অঞ্চলেও ঘটছে। আদিবাসী, সংখ্যালঘু, দলিতরা বিজেপি শাসনে অস্বস্তি বোধ করছে এবং এটি ভারতের ধারণার উপর আক্রমণ। প্রত্যেক ধর্ম, সংস্কৃতি এবং প্রত্যেক ভারতীয়কে রক্ষা করা প্রত্যেক ভারতীয়ের কর্তব্য, সে যে ধর্মেরই হোক না কেন। বিজেপি আপনাদের সংস্কৃতি, ধর্ম ও মতাদর্শের উপর আক্রমণ করে।’
মিজোরামে আগামী ৭ নভেম্বর বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী দলীয় প্রচারের জন্য দু’দিনের সফরে সোমবার আইজলে পৌঁছেছেন।#পার্সটুডে
Tag: English News lid news others world
No comments: