ব্রয়লার মুরগির দামবৃদ্ধি দুই প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা
ব্রয়লার মুরগির অস্বাভাবিক দামবৃদ্ধির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা মামলার রায়ে সোমবার প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
predoct win
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতা আইন ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে কাজী ফার্মসকে ৫ কোটি এবং সাগুনাকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করে কমিশন।
প্রতিষ্ঠান দুটি অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।
এর আগে গত বছর প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা দায়ের করে প্রতিযোগিতা কমিশন।পরে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুনানিতে ডাকা হয়।তাদের কাছে মুরগির অস্বাভাবিক দামবৃদ্ধির বিভিন্ন বিষয়ে তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়।
রায়ের পর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, বিবাদীদের কমিশনের রায় পড়ে শোনানো হয়েছে।এ সময় তাদের নিয়োগকৃত আইনজীবীরা উপস্থিত ছিলেন।তারা চাইলে আপিল করতে পারবেন।
Tag: English News politics
No comments: