তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোনো কথা বলেনি : প্রধানমন্ত্রী
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেছেন কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, না, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোনো কথা বলেনি। কেউ আমাকে এ ধরনের কোনো কথা জিজ্ঞাসও করেনি। আর তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা ২০০৭ থেকে ২০০৮ সালে তো আমাদের হয়েছে। তারপরও কেউ আবার তত্ত্বাবধায়ক সরকার চায় বা চাইতে পারে? আর এই সিস্টেম তো বিএনপিই নষ্ট করেছে।
তিনি আরও বলেন, বিএনপির যে আন্দোলন, তাদের আন্দোলনে বাধা দিচ্ছি না। তারা আন্দোলন করছে, লোক সমাগম করছে খুব ভালো কথা। এতকাল তারা চুরি-চামারি করে যত পয়সা বানিয়েছিল। আর যেসব টাকা মানি লন্ডারিং করেছিল এখন সেগুলো ব্যবহার করছে। এতে অন্তত সাধারণ মানুষের হাতে কিছু টাকা যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমি এভাবেই বিবেচনা করি যে, বিএনপি যত আন্দোলন করবে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে। তো মানুষ যদি এই দুঃসময়ে কিছু টাকা পায়, সেটা তো ভালো। এজন্য আমি বলেছি, তাদের কিছু বলার দরকার নেই, তারা আন্দোলন করতে থাকুক। তবে আমি আগেই বলেছি, তারা যদি মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করে, অগ্নিসন্ত্রাস বা সে রকম কিছু করে, তখন ছাড়ব না। কারণ, আমাদের সঙ্গে জনগণ আছে। আমাদেরও কিছু করা লাগবে না। জনগণকে ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ওয়াশিংটন ডিসিতে অবস্থানের সময় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে লন্ডনে যান। সেখান থেকে দেশে ফেরার আগে শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে বুধবার (৪ অক্টোবর) দেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Tag: English News lid news world
No comments: