ভিসা নিষেধাজ্ঞায় শনিবারের সহিংতা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীজুড়ে সহিংসতা হয়েছে। এতে এখন পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। এমন প্রেক্ষাপটে এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আজকের সমস্ত সহিংতা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একইসঙ্গে তারা রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে সব পক্ষকে শান্তি ও সংযমের জন্য আহ্বান জানিয়েছে।
আজ রাতে এক বিবৃততে মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে বলেছে, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা ও একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নারিকদের বিরুদ্ধে সহিংসতা তেমনই।’
দূতাবাস আরও বলেছে, ‘আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সহিংস ঘটনার পর্যালোচনা করব।’
Tag: English News lid news national
No comments: