ইসরাইলে ২০ মার্কিন নাগরিক নিখোঁজ: জ্যাক সুলিভান
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক রয়েছেন। এবার জানা গেল, হামাসের হামলার পর ইসরাইলে অন্তত ২০ মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইসরাইল-হামাস চলমান সংঘর্ষের মধ্যে অন্তত ২০ মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। ছবি: সংগৃহীত
বুধবার (১১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইসরাইল-হামাস চলমান সংঘর্ষের মধ্যে অন্তত ২০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে এর মধ্যে কেউ হামাসের হাতে বন্দি আছেন কিনা বিষয়টি তিনি জানাননি।
মঙ্গলবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সুলিভান বলেন,
নিখোঁজ আমেরিকানদের সম্পর্কে তথ্য পেতে সরকার ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে’ চেষ্টা করে যাচ্ছে। ভুক্তভোগীদের সমস্ত পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ করছে।
আরও পড়ুন: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ: পুতিন
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় ইসরাইলে ১৪ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
ব্রিফিংয়ে সুলিভান ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরাইলের জনগণের সঙ্গে মার্কিন জনগণের বন্ধন খুবই গভীর।
আরও পড়ুন: ইউক্রেনীয়রা দেশপ্রেমী, তবে ফিলিস্তিনিরা কেন ‘সন্ত্রাসী’ ?
শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে হামাসের আকস্মিক রকেট হামলা পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।
এ ছাড়া ইসরাইলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৫০০ জন নারী-পুরুষ-শিশু আহত হয়েছেন।
Tag: English News lid news world
No comments: