Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কাতারি মধ্যস্থতাকারী গাজা থেকে ইসরাইলের সব জিম্মি কয়েকদিনেই মুক্ত করা যেত




গাজায় হামাসের হাতে বন্দি তাদের সব নাগরিককে কয়েকদিনের মধ্যেই মুক্ত করা যেত, যদি ইসরাইল বিমান হামলা বন্ধ করত। এমনটাই বলেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ও মধ্যস্থতাকারী দলের প্রধান ড. মোহাম্মদ আল খুলাইফি। ছবি: সংগৃহীত ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসান ও হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের ‍মুক্ত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতারের একটি মধ্যস্থতাকারী দল। চলতি সপ্তাহে স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ও মধ্যস্থতাকারী দলের সিনিয়র আলোচক ড. মোহাম্মদ আল খুলাইফি বলেন, জিম্মি উদ্ধারের আলোচনা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। তবে এক্ষেত্রে আলোচকরা অনেকটা এগিয়েছেন। আল খুলাইফি বলেন, ‘সংঘাত ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ফলে আমাদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।’ কাতারের মধ্যস্থতায় মার্কিন মা ও মেয়েসহ এখন পর্যন্ত চারজন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ‍মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠীটি। আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস আল আকসা মসজিদের অবমাননা ও অবৈধ বসতি স্থাপনের জবাবে গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এ সময় তারা দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে ইসরাইলের হামলায় ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এরপর গত প্রায় তিন সপ্তাহ ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার করতে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যে বন্দি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা শুরু করে কাতার। গত শুক্রবার মার্কিন নাগরিক দু্ই নারীকে মুক্তি দেয়ার পর সোমবার রাতে আরও দুই ইসরাইলি নারীকে মুক্তি দেয় হামাস। আরও বেশি সংখ্যক বেসামরিক ইসরাইলিকে মুক্তি দিতে হামাস ও ইসরাইলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার। আল খুলাইফি বলেন, ‘আমরা আশাবাদী। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে আমরা শিগগিরই সবাইকে মুক্ত করতে পারি। আরও আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।’ আরও পড়ুন: আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরাইলি পুলিশের বাধা কিন্তু এই আলোচক সতর্ক করে বলেন, আরও বেশি জিম্মি মুক্তির ক্ষেত্রে অগ্রগতির জন্য চলমান হামলা বন্ধ করা দরকার। ড. মোহাম্মদ বলেন, ‘মধ্যস্থতাকারীরা যদি সম্ভাব্য সর্বোত্তম উপায়ে তার কাজ সম্পাদন করতে চায়, তাহলে পরিস্থিতি শান্ত করতে হবে। তার কথায়, ‘আমাদেরকে এমন একটি অবস্থায় পৌঁছাতে হবে যেখানে আমরা উভয় পক্ষের সাথে যৌক্তিকভাবে কথা বলতে পারব এবং ইতিবাচক উদ্যোগ নিতে পারব।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply