Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের মধুর প্রতিশোধ




ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ । ছবি : এএফপি ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পুরো আসরজুড়েই দুর্দান্ত ফর্মে ছিল ভারত। তবে সেমিফাইনালে গিয়ে হোঁচট খায় কোহলি-রোহিতরা। শেষ চারে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ। প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড। এবার জয় দিয়েই সেই হারের প্রতিশোধটা নিল রাহুল দ্রাবিড় শিষ্যরা। আজ রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৩ রান দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে কোহলি-জাদেজাদের ব্যাটিং দৃঢ়তায় ৪৮ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। চার উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল স্বাগতিকরা। ২৭৪ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই দুজন গড়েন ৭১ রানের জুটি। দলীয় ৭১ রানে ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত। আউটের আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৬ রান। তার বিদায়ের পর টিকতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। দলীয় ৭৬ রানে ফার্গুসনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৩১ বলে ২৬ রান করেন এই ডানহাতি ব্যাটার। অল্প রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে অবশ্য কিছুটা চাপে পড়ে ভারত। তবে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি-শ্রেয়াস আইয়ার মিলে সেই চাপ সামাল দেন। গড়েন ৫২ রানের জুটি। দলীয় ১২৮ রানে বোল্টের বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইয়ার। ২৯ বলে ৩৩ রান আসে ডানহাতি এই ব্যাটারের কাছ থেকে। এরপর আরেক আস্থার প্রতীক কেএল রাহুলকে নিয়ে দলকে এগিয়ে নেন কোহলি। এই জুটিতে আসে ৫৪ রান। দলীয় ১৮২ রানে রাহুল ও ১৯১ রানে সূর্যকুমার যাদব ফিরলে ফের চাপে পড়ে ভারত। ৩৫ বলে ২৭ রান আসে রাহুলের ব্যাট থেকে। তবে, দলকে চাপে পড়তে দেননি কোহলি। এবার রবীন্দ্র জাদেজাকে নিয়ে জুটি গড়েন তিনি। এই জুটিতেই ভর করেই জয়ের ভিত গড়েন কোহলি। তবে দলীয় ২৬৯ রানের মাথায় নার্ভাস নাইনটিতে আউট হন কোহলি। ১০৪ বলে ৯৫ রান করে ফেরেন সাজঘরে। এরপর বাকি কাজটা সারতে সময় নেননি জাদেজা। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৯ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে ফ্লিক করতে গিয়ে আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৯ বল খেললেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট তুলে নিতেও সময় নেয়নি ভারত। দলীয় ১৯ রানের মাথায় মোহাম্মদ শামির বলে ক্যাচ তুলে ফেরেন উইল ইয়ং। ২৭ বলে ১৭ রান আসে তার ব্যাট থেকে। দ্রুত দুই উইকেট হারালেও কিউইদের চাপে পড়তে দেয়নি দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও ড্যারিয়েল মিচেল।এই দুজন মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। ১৫৯ রানের জুটিতে বেশ চাপে পড়ে ভারতীয় বোলাররা। তবে সেই চাপ সামলে অবশেষে কাঙ্খিত সাফল্যের দেখা পায় ভারত। দলীয় ১৭৮ রানে মোহাম্মদ শামির বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবীন্দ্র। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৭৫ রান। এরপর টম লাথামকে নিয়ে ফের জুটি গড়ার চেষ্টা করেন মিচেল। যদিও এই জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ২০৫ রানের মাথায় কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লাথাম। সাত বলে পাঁচ রানের বেশি করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। লাথামের বিদায়ের পর গ্লেন ফিলিপসকে নিয়ে দল এগিয়ে নেন মিচেল। মাঝে ১০০ বলে তুলে নেন সেঞ্চুরি। তবে, শেষদিকে শামির বোলিং তোপে দাঁড়াতেই পারেনি লেজের সারির ব্যাটাররা। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৭৩/১০ (কনওয়ে ০, ইয়ং ১৭, রবীন্দ্র ৭৫, মিচেল ১৩০, লাথাম ৫, ফিলিপস ২৩, চাপম্যান ৬, স্যান্টনার ১, হেনরি ০, ফার্গুসন ০, বোল্ট ০; বুমরাহ ১০-১-৪৫-১, সিরাজ ১০-১-৪৫-১, শামি ১০-০-৫৪-৫, জাদেজা ১০-০-৪৮-০, যাদব ১০-০-৭৩-২) ভারত : ৪৮ ওভারে ২৭৪/৬ (রোহিত ৪৬, শুভমান ২৬, কোহলি ৯৫, শ্রেয়াস ৩৩, রাহুল ২৭, সূর্যকুমার ২, জাদেজা ৩৯, শামি ১; বোল্ট ১০-০-৬০-১, হেনরি ৯-০-৫৫-১, স্যান্টনার ১০-০-৩৭-১, ফার্গুসন ৮-০-৬৩-২, রবীন্দ্র ৯-০-৪৬-০, ফিলিপস ২-০-১২-০) ফলাফল : ভারত চার উইকেটে জয়ী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply