ইহুদি সম্প্রদায়ে ইসরায়েল বিদ্বেষ বাড়ছে
ইসরায়েল-হামাস সংঘাতের জেরে পক্ষে-বিপক্ষে গোটা বিশ্বেই বিক্ষোভ চলছে। গাজায় সাধারণ মানুষের ওপর বর্বরতার জেরে খোদ ইহুদি সম্প্রদায়ের মাঝেই বাড়ছে ইসরায়েল বিদ্বেষ। হামাসের হামলার প্রতিশোধ নিতে শত শত নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার বিরোধিতা করছেন তারা। এমনকি যুগ যুগ ধরে চলা হামলা, সহিংসতা আর দখলদারিত্বেরও অবসান চায় বিশ্বের ইহুদি সম্প্রদায়। তারা বলছেন- ধর্মে এমন অমানবিকতার কোনো স্থান নেই।
স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে হাজারও নিরীহ মানুষদের হত্যার ঘটনায় চরম ক্ষুব্ধ ইহুদি সম্প্রদায়ের নেতারা। বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের নির্মম আচরণ কোনোভাবেই মানতে পারছেন না তারা। অনেকেই এই সংঘাতের জন্য সরাসরি দায়ী করছেন ইসরায়েলকে।
ক্ষোভ জানিয়ে অর্থডক্স ইহুদি ধর্মীয় নেতা ইসরোয়েল ডোভিড উইস বলেন, হত্যা, চুরি, দখলদারিত্ব, শোষণ এবং অন্যের ভূমি দখল ইহুদি ধর্মে পুরোপুরি নিষিদ্ধ। তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
ইন্দোনেশিয়ার ইহুদি ধর্মীয় নেতা মোর্দেচাই বেন আভরাহাম বলেন, আমরা ভাগ্যবান যে, এখানে দুশ্চিন্তা করার মতো কোনো পরিস্থিতি নেই। শান্তিতে উপাসনা করতে পারি। কারণ- জীবনে শান্তি থাকলে, প্রার্থনাও সুখকর হয়ে ওঠে।
ইসরায়েল-ফিলিস্তিনের স্থায়ী সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন ইহুদি সংগঠনের নেতারা।
উল্লেখ্য, হামাসের রকেট হামলার জেরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত দুই হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ
Tag: English News lid news others world
No comments: