ইংল্যান্ডকে অল্পতেই আটকে দিল নিউজিল্যান্ড
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি : এএফপি
ম্যাচের আগের দিন নিউজিল্যান্ড দলপতি টম লাথামকে প্রশ্ন করা হয়েছিল ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ নিয়ে। লাথাম বলেছিলেন, ‘ইংল্যান্ড অসাধারণ দল। তবে, দলের সবাই মুখিয়ে আছে সেরাটা দিতে। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার সুযোগ হারাতে চাই না।‘
জয়-পরাজয়ের হিসাব আসবে ম্যাচ শেষে। কিন্তু, প্রথম ইনিংসে অন্তত বিশ্বচ্যাম্পিয়নদের অল্পতে আটকে রাখতে পেরেছেন কিউই বোলাররা। ইংল্যান্ডের অসাধারণ ব্যাটিং লাইনকে ৩০০-র আগে থামিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। টসে জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠান লাথাম।
ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি বিশ্বসেরাদের। আগে ব্যাট করতে নেমে ছয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। এরপর দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো মিলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে, দলীয় ৪০ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন মালান (১৪)। ৩৫ বলে ৩৩ করা বেয়ারস্টোকে ডেরিল মিচেলের ক্যাচ বানিয়ে ফেরান মিচেল স্যান্টনার।
চারে ব্যাট করতে নামা হ্যারি ব্রুক বেশ দ্রুতগতিতে শুরু করেছিলেন নিজের ইনিংস। ১৬ বলে ২৫ রান করে রাচিন রবীন্দ্রের বলে ডেভন কনওয়ের তালুবন্দী হন তিনি। মঈন আলিকে (১১) বোল্ড করে ইংরেজদের রানের চাকা কিছুটা শ্লথ করে দেন গ্লেন ফিলিপস। এরপর দ্রুত কয়েক উইকেট হারালেও রানের চাকা সচল রাখে ইংল্যান্ড।
জো রুট ও জস বাটলার মিলে পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেন। বাটলারের নিজের শিকারে পরিণত করে জুটি ভাঙেন হেনরি। ইংলিশ অধিনায়ক বাটলার ৪৩ রান করে ফিরলেও রুট তুলে নেন অর্ধশতক। ৮৬ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলা রুটকে বোল্ড করে সাজঘরে ফেরান ফিলিপস।
শেষ দিকে লিয়াম লিভিংস্টোন (২০), আদিল রশিদ (১৫), স্যাম কারানদের (১৪) ছোট ছোট ইনিংসগুলোতে ভর দিয়ে ২৮২ রান করতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন হেনরি। দুটি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৫০ ওভারে ২৮২/৯। (বেয়ারস্টো ৩৩, মালান ১৪, রুট ৭৭, ব্রুক ২৫, মঈন ১১, বাটলার ৪৩, লিভিংস্টোন ২০, কারান ১৪, ওকস ১১, রশিদ ১৫*, উড ১৩*; বোল্ট ১০-১-৪৮-১, হেনরি ১০-১-৪৮-৩, স্যান্টনার ১০-০-৩৭-২, নিশাম ৭-০-৫৬-০, রাচিন ১০-০-৭৬-১, ফিলিপস ৩-০-১৭-২)
Tag: English News games lid news world
No comments: