Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সুযোগ নষ্টের খেসারত দিতে হল অস্ট্রেলিয়াকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুলতে হবে ৩১২ রান




এক নয়, একের পর এক ক্যাচ পড়ল। ফেললেন যাঁরা, ফিল্ডিংয়ে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা। সেই সঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তার খেসারতও দিতে হল অস্ট্রেলিয়াকে (Aus vs SA)। অজ়িদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলল ৩১১/৭। ম্যাচ জিততে ৩১২ রান তুলতে হবে অস্ট্রেলিয়াকে। তা নাহলেই বিশ্বকাপে লজ্জার এক রেকর্ড গড়বেন অজ়িরা। কী সেই রেকর্ড? বিশ্বকাপে টানা ৪ ম্যাচ হারবে অস্ট্রেলিয়া। ২০১৯ বিশ্বকাপের শেষ দুই ম্য়াচ হেরেছিলেন অজ়িরা। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছেন প্যাট কামিন্সরা। প্রোটিয়াদের কাছে হারলে টানা ৪ ম্য়াচে হার। যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে কখনও হয়নি। দক্ষিণ আফ্রিকা ইনিংসের নায়ক কুইন্টন ডি'কক। ঝকঝকে সেঞ্চুরি করলেন। টুর্নামেন্টের আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ভারতের মাটিতে বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই কি ব্যাট হাতে আরও সংকল্পবদ্ধ, দৃঢ়চেতা দেখাচ্ছে কুইন্টন ডি'কককে (Quinton de Kock)? শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন। প্রথম ম্যাচে ৪২৮ রান তুলে যে বিশ্বকাপে নতুন শিখর স্পর্শ করেছিল দক্ষিণ আফ্রিকা, তার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন। বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ফের ব্যাট হাতে শাসন করলেন ডি'কক। অস্ট্রেলিয়ার বোলিংকে তছনছ করে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার (Aus vs SA) ব্যাটার। ইনিংস ওপেন করতে নেমে ১০৬ বলে ১০৯ রানে আউট হন ডি'কক। তবে আউট হওয়ার মুহূর্তে কিছুটা দুর্ভাগ্য় তাড়া করে প্রোটিয়া ওপেনারকে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বলে তিনি রিভার্স স্যুইপ করতে গিয়েছিলেন। বল তাঁর গ্লাভসে লেগে উইকেট ভেঙে দেয়। তবে আউট হওয়ার আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার বোলিংকে রীতিমতো উৎকণ্ঠায় রেখেছিলেন ডি'কক। যে বোলিং আক্রমণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের মতো পেস ত্রয়ী। সঙ্গে ছন্দে থাকা স্পিনার অ্য়াডাম জ়াম্পা। শুরুটা করেছিলেন সতর্কভাবে। প্রথম ১২ বলে ৭ রান করেছিলেন। কিন্তু তারপরই স্বমূর্তি ধরেন ডি'কক। তাঁর ১০৯ রানের ইনিংসে রয়েছে ৮টি চার ও ৫টি ছক্কা। ১০২.৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। শুরুতেই জীবন পেয়েছিলেন এইডেন মারক্রাম। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৬ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের। শেষ ওভারে মাত্র ১ রান খরচ করে ২ উইকেট নেন স্টার্ক। তা নাহলে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২০ পার হয়ে যেত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply