জিম্মি ইসরায়েলিদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন। ছবি: টাইমস অব ইসরায়েল।
হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, মূলত নিখোঁজ ইসরায়েলিদের সন্ধানে সরকার তৎপর, এই আশ্বাস দেয়ার জন্যেই পরিবারগুলোর সাথে বসেন নেতানিয়াহু।
গোয়েন্দা তথ্য অনুসারে, হামাস যোদ্ধাদের হাতে বন্দি দেড় শতাধিক ইসরায়েলি। যাদের মধ্যে অনেকেই রয়েছেন দ্বৈত নাগরিক। তাদের অবিলম্বে জীবিত উদ্ধারের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছে পরিবারগুলো। তাদের অনেকেই করেছেন বিক্ষোভ। তাদের শান্ত করতেই তড়িঘড়ি এই বৈঠক ডাকলেন নেতানিয়াহু।
এদিকে হামাস জানিয়েছে, জিম্মিদের গাজার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা মাটির নিচের সুরঙ্গগুলোয় রয়েছেন বন্দিরা।
Tag: English News lid news world
No comments: