এবার ইসরাইলে হামলা চালাল হিজবুল্লাহ
গাজায় যুদ্ধের মধ্যেই ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে অনেকগুলো আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননে তারা কামানের গোলা নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।
এর আগেও বিভিন্ন সময় ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইরানের মদদপুষ্ট শিয়া সংগঠন হিজবুল্লাহ। ফাইল ছবি
রোববার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইসরাইলি সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ইসরাইলি আর্টিলারি লেবাননের যে এলাকা থেকে গুলি ছোড়া হয়েছিল সেখানে আঘাত হানছে।
তবে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরাইলি প্রতিরক্ষা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ভোরের দিকে অধিকৃত শিবা ফার্মস এলাকায় ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে লেবানন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এরপর হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে ইসরাইলি সেনারা। সামাজিক মাধ্যম এক্স-এ ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের মাউন্ট ডোভ এলাকায় তাদের একটি ড্রোন হিজবুল্লাহর স্থাপনায় আঘাত হেনেছে।
এরই মধ্যে হিবজুল্লাহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জিবদিন এবং রুয়াইসা আল-আলম রাডার সাইটে অনেকগুলো আর্টিলারি এবং গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।
এসব ঘটনায় এখনও হতাহতের বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন: কতজন ইসরাইলিকে বন্দী করেছে হামাস?
শনিবার (৮ অক্টোবর) সকালে ইসরাইলে আকস্মিক আক্রমণ চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। একযোগে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পাশাপাশি হামাস যোদ্ধারা ইসরাইলি সেনাদের বিভিন্ন চেকপোস্ট দখল করে বেশ কয়েকটি শহরে ঢুকে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরাইল অধিকৃত অনন্ত সাতটি এলাকায় এখনো হামাস যোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাদের লড়াই চলছে।
গতকাল থেকে দুই পক্ষের লড়াইয়ে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার।
ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পরপরই তাদের সমর্থন জানিয়েছিলো ইরান এবং তাদের সমর্থনপুষ্ট সংগঠন হিজবুল্লাহ।
Tag: English News lid news world
No comments: