অর্থনীতিতে নোবেল পেলেন ক্লদিয়া গোল্ডিন
অর্থনীতিতে নোবেল পাওয়া মার্কিনি ক্লদিয়া গোল্ডিনের প্রতীকী ছবি নোবেল প্রাইজ কমিটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেওয়া
অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল ফাউন্ডেশন। এ বছর এই পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লদিয়া গোল্ডিন। এই অর্থনীতিবিদ বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ অক্টোবর) নোবেল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়। একইসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করে।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, শতাব্দী পর শতাব্দী ধরে শ্রমবাজারে অংশ নিচ্ছে নারীরা। তারা উপার্জনও করছে। ক্লদিয়া এ নিয়ে বিশদ বিবরণ দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের গবেষণা প্রতিবেদন পরিবর্তনের কারণ ও লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টে নোবেল কমিটি জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের উপস্থিতি ব্যাপক। যদিও শ্রমের বিনিময়ে পুরুষদের থেকে কম অর্থ পান তারা। ক্লদিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে, তা এতে স্পষ্ট হয়েছে।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেন, ‘শ্রমবাজারে নারীর ভূমিকা বোঝা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ক্লদিয়া যুগান্তকারী গবেষণার জন্য তাকে আমরা ধন্যবাদ জানায়
Tag: English News lid news world
No comments: